নেটওয়ার্ক সংযুক্ত স্টোরেজ (NAS) কি?

NAS এর পরিপূর্ণ নাম হচ্ছে নেটওয়ার্ক অ্যাট্যাচড স্টোরেজ (Network Attached Storage)।

আজকের দিনে আমাদের অত্যন্ত বেশি কম্পিউটার ডাটা অ্যাক্সেস করার প্রয়োজন পড়ে এবং সেগুলোকে বিভিন্ন ডিভাইজ থেকে অ্যাক্সেস করা দরকারি হয়। যেমন ধরুন আপনার মোবাইল ফোনে থাকে ফটোস, কম্পিউটারে থাকে প্রয়োজনীয় ফাইল বা মুভি, আপনার আইপডে থাকে মিউজিক ফাইল, বা আপনার অফিসের কম্পিউটারে থাকে কাজের ফাইল। এখন এই সকল ডাটা গুলোকে একত্রে বিভিন্ন সময়ে বিভিন্ন ডিভাইজ থেকে অ্যাক্সেস করার প্রয়োজন পড়তে পারে আর এই কাজের জন্য সর্বউত্তম উপায় হচ্ছে একটি নেটওয়ার্ক অ্যাট্যাচড স্টোরেজ সার্ভার তৈরি করা।‌ সাধারনত ন্যাস কম্পিউটার সিস্টেমে একসাথে একটি বা একাধিক ড্রাইভ লাগানো থাকতে পারে এবং সার্ভারটিকে কাজ করানোর জন্য অপারেটিং সিস্টেমের প্রয়োজন পড়ে সাথে সার্ভারটিকে ইন্টারনেট থেকে অ্যাক্সেস করার জন্য ইথারনেট ক্যাবল লাগানো থাকে। এখন আপনি একটি ন্যাস কম্পিউটার সিস্টেমে সাধারন ডেক্সটপ ড্রাইভ ব্যবহার করতে পারবেন না, কারণ এটি আপনাকে এতো ব্যান্ডউইথ এবং সাথে কম্পন থেকে নিরাপত্তা প্রদান করতে পারবে না।

ন্যাস ড্রাইভ মূলত তাদের জন্য যারা ন্যাস সার্ভার তৈরি করতে চান কিন্তু ব্যান্ডউইথ বেশি ব্যবহৃত করার জন্য ডেক্সটপ ড্রাইভ দিয়ে কাজ হচ্ছে না এবং বেশি টাকা খরচ করতে না পাড়ায় এন্টারপ্রাইজ ড্রাইভ কিনতে পারছেন না। তবে কিছু ব্যাপার আপনার মাথায় রাখা উচিৎ—ন্যাস ড্রাইভ কিন্তু সাধারন হার্ডড্রাইভ থেকে খুব একটা বেশি উন্নত হয়না। প্রস্তুতকারী কোম্পানিগন সাধারন ডেক্সটপ হার্ডড্রাইভে সামান্য কিছু উন্নতিকরণ করে অনেকটা মার্কেটিং টার্ম ব্যবহার করে এর নাম রেখে দেন ন্যাস ড্রাইভ। তবে সবসময় আবার এমনটা নয়, যেমন ন্যাস ড্রাইভ গুলোকে বিশেষভাবে কম্পন সুরক্ষা দিতে ডিজাইন করা হয়। তবে ন্যাস ড্রাইভ এই নাম দেখেই কিনতে ঝাঁপিয়ে পড়া উচিৎ হবে না, পাশাপাশি আপনাকে স্পেসিফিকেশনের দিকে লক্ষ্য রাখতে হবে।
যেমন আগেই বলেছি আপনার ন্যাস ড্রাইভে অবশ্যই কম্পন থেকে ক্ষতি প্রতিরধক ব্যবস্থা থাকতে হবে। তাছাড়া ন্যাস ড্রাইভ এরর রিকভার করতে ডেক্সটপ ড্রাইভের তুলনায় অনেক কম সময় ব্যয় করে। কারণ সার্ভার পরিবেশে একত্রে অনেক গুলো ড্রাইভ লাগানো থাকে এবং সবসময়ই সকল ডাটার ব্যাকআপ থাকে তাই কোন ড্রাইভে ডাটা এরর ঘটলে সেটি ব্যাকআপ থেকে রিকভার করার জন্য সুযোগ পেয়ে যায়।

আপনার ড্রাইভটি যদি এরর ফিক্স করতে অনেক সময় লাগিয়ে দেয় তবে কম্পিউটারের ড্রাইভ ম্যানেজমেন্ট সিস্টেম মনে করে আপনার ড্রাইভটি মৃত হয়ে গেছে ফলে এটি সকল ডাটা রিবিল্ড করার চেষ্টা করে। তাই ন্যাস সার্ভারে এমন ড্রাইভের প্রয়োজন যা খুবই দ্রুত এরর ফিক্স করার ক্ষমতা রাখে। ন্যাস সার্ভারে ন্যাস ড্রাইভ ব্যবহার করা উপযুক্ত পছন্দ তবে অবশ্যই স্পেসিফিকেশনের দিকে দেখা অনেক প্রয়োজনীয়—কেনোনা আপনি যদি এমন কোন ড্রাইভ কেনেন যেটি অনেক সস্তা তবে অবশ্যই সেটি খুব বেশি ভালো হবে না।

এখন প্রশ্ন হচ্ছে, ন্যাস ড্রাইভের কি স্পেসিফিকেশন গুলোর দিকে খেয়াল রাখতে হবে? ঠিক আছে, প্রথমত দেখতে পারেন এমটিবিএফ/মিন টাইম বিটুইন ফেইলিওর (MTBF)/(Mean Time Between Failures) এর দিকে—এমটিবিএফ এর মাধ্যমে আপনি মুটামুটিভাবে ধারণা লাগাতে পারবেন যে আপনার ড্রাইভটি ঠিক কতটা লাস্টিং করতে পারে। তবে ড্রাইভটি একেবারে কতটা লাস্টিং করবে এর ধারণা পাওয়া যাবে না কিন্তু এটি প্রায় কতটা লাস্টিং করতে পারে তার ধারণা পাওয়া সম্ভব।

মনেকরুন আপনার ন্যাস ড্রাইভটির এমটিবিএফ ১ মিলিয়ন ঘণ্টা তবে এটি অবশ্যই একটি ৫০০ হাজার ঘণ্টা এমটিবিএফ ড্রাইভের তুলনায় বেশি লাস্টিং করবে।
আরেকটি স্পেসিফিকেশনের দিকে লক্ষ্য রাখা প্রয়োজনীয় যা হচ্ছে, ইউআরই/আনরিকোভারেবল রীড এরর রেট(URE/Unrecoverable Read Error Rate)। এটি মূলত একটি রেটিং সিস্টেম, সাধারন ডেক্সটপ হার্ডড্রাইভের ইউআরই রেটিং হচ্ছে ১০^১৪। এখানে উল্লেখ্য যে, এই রেটিং যতোবেশি হবে ততো দ্রুত হার্ডডাইভ এরর ফিক্স করার ক্ষমতা রাখবে। ন্যাস ড্রাইভের রেটিং হচ্ছে ১০^১৫, যেটা ডেক্সটপ ড্রাইভ থেকে ভালো।

এন্টারপ্রাইজ ড্রাইভের রেটিং অনেক সময় ১০^১৬ ও হয়ে থাকে যেটা অত্যন্ত ভালো ব্যাপার। সুতরাং ন্যাস ড্রাইভ কেনার আগে অবশ্যই মাথায় রাখবেন এর ইউআরই রেট যেন সর্বনিম্ন ১০^১৫ হয়, যদি সেটি ১০^১৪ রেটিং এর হয়, তবে অবশ্যই আপনি একটি সস্তা ড্রাইভ কিনেছেন। এনএএস ড্রাইভ মূলত সাধারন ডেক্সটপ ড্রাইভ থেকে অনেক বেশি দামী হয়ে থাকে তবে এটি এনএএস পরিবেশের জন্য সত্যিই অনেক গুরুত্বপূর্ণ। সুতরাং আপনার যদি কোন এনএএস সিস্টেম থাকে এবং সেগুলোকে নেটওয়ার্কের মাধ্যমে অ্যাক্সেস করেন তবে অবশ্যই এনএএস ড্রাইভ উপযুক্ত হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu